• ঢাকা বৃহস্পতিবার
    ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারত-শাসিত কাশ্মীরে কী কোনও বিমান ভেঙ্গে পড়েছে?

প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:৩৭ পিএম

ভারত-শাসিত কাশ্মীরে কী কোনও বিমান ভেঙ্গে পড়েছে?

বুলডোজার করে সরিয়ে নেওয়া হচ্ছে ধ্বংসাবশেষ

আন্তর্জাতিক ডেস্ক

ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় একটি বিমান অথবা বড় ড্রোন ভেঙ্গে পড়েছে বলে বিবিসি জানতে পেরেছে।

পাম্পোর শহরের কাছে বুধবার ভোর রাতে সেটি ভেঙ্গে পড়ে।

ওই অঞ্চলে পৌঁছিয়েছেন বিবিসির সংবাদদাতা রিয়াজ মাসরুর।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি জানাচ্ছেন, “জেট বিমানের বিকট শব্দের মধ্যেই একটা বিস্ফোরণ শুনতে পান এখানকার বাসিন্দারা। তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখেন যে কিছু একটা জ্বলছে। যেটি ভেঙ্গে পড়েছে তা বিমান না কোনও ড্রোন, তা এখনও স্পষ্ট নয়। সরকারিভাবে এখনও কিছুই জানানো হয় নি।“

যে জায়গায় ওই বিমান অথবা ড্রোনটি ভেঙ্গে পড়েছে, তার কাছাকাছি কাউকে যেতে দিচ্ছে না সেনাবাহিনী।

ধ্বংসাবশেষ বুলডোজারে করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা বিবিসির সংবাদদাতা নিজে দেখেছেন।

আর্কাইভ