• ঢাকা বৃহস্পতিবার
    ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

তেহরানে ইরানের সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করলেন ফিল্ড মার্শাল আসিম মুনির

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৯:২১ এএম

তেহরানে ইরানের সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করলেন ফিল্ড মার্শাল আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ইরানের রাজধানী তেহরানে জেনারেল স্টাফ সদর দপ্তর পরিদর্শন করেছেন।

তিনি সেখানে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক গতিপ্রবাহ নিয়ে আলোচনা হয় এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের সামরিক প্রধানেরা সীমান্তে নিরাপত্তা জোরদার, সামরিক থেকে সামরিক সম্পর্ক গভীরতর এবং সীমান্ত এলাকাগুলিকে বাণিজ্য ও অর্থনৈতিক সংযুক্তির অঞ্চলে রূপান্তরের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করেন, যা সামগ্রিকভাবে আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

তেহরানে পৌঁছালে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ইরানি সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানায়।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে চার-দেশীয় সফরের তৃতীয় ধাপে আজারবাইজান সফরে রয়েছেন। সফরের শেষ ধাপে তিনি তাজিকিস্তান যাবেন।

এর আগে ইরান সফরকালে প্রধানমন্ত্রী শেখবাজ শরিফ সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময়ে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এই সাক্ষাতে পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইসহাক দারর, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার উপস্থিত ছিলেন।

শাহবাজ শরিফ সাক্ষাতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বলেন, মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তার প্রতি গোটা মুসলিম উম্মাহর আস্থা ও শ্রদ্ধা রয়েছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ