• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৬:০১ এএম

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে বলেন , " রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার দুর্ঘটনার খবর খুবই দুঃখজনক।"

মি. ধামি বলেন, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

তিনি লিখেছেন, " আমি সকল ভ্রমণকারীদের নিরাপত্তার জন্য বাবা কেদারের কাছে প্রার্থনা করি।"

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই হেলিকপ্টারে থাকা লোকজন কেদারনাথ মন্দির দর্শন করে ফিরছিলেন।

আর্কাইভ