• ঢাকা শনিবার
    ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
আল-জাজিরাকে পেজেশকিয়ান

ইসরাইলের সঙ্গে ২য় দফা যুদ্ধের জন্য ইরান প্রস্তুত

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ১১:০১ এএম

ইসরাইলের সঙ্গে ২য় দফা যুদ্ধের জন্য ইরান প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক

প্রয়োজনে দখলদার ইসরাইলের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সঙ্গে চলমান যুদ্ধবিরতি নিয়ে ইরান তেমন আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

এ সময়, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন পেজেশকিয়ান। পাশাপাশি তিনি দাবি করেন যে, এই কর্মসূচি ‘আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই’ বাস্তবায়িত হবে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইইউ ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। অন্যদিকে, ইরান দাবি করে আসছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

সাক্ষাৎকারে পেজেশকিয়ান কঠোর অবস্থান নিলেও কূটনৈতিক সমাধানেরও ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমরা আমাদের সার্বভৌম অধিকার ত্যাগ করব না।’

বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আগ্রহী। তবে দেশটি পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করবে না। আগামী দিনগুলোতে এই ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার মধ্যেই ইসরাইল গত ১৩ জুন ইরানের একাধিক পরমাণু স্থাপনা ও বেসামরিক স্থানে হামলা চালায়। পাল্টা জবাব দেয় ইরানও। পরে যুক্তরাষ্ট্রও ইরানের পরমাণু স্থাপনায় হামলায় যোগ দেয়। ইরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১২ দিনের ওই যুদ্ধে ইরান ও ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আর্কাইভ