 
              প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১১:২৩ এএম
 
                 
                            
              ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে একদিনে আরও ৮০ জনকে হত্যা করেছে ইসরায়েল। একইসঙ্গে অনাহারে ১৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় আরও অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এ ছাড়া ক্ষুধা ও অপুষ্টিতে দুই শিশুসহ ১৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজায় যুদ্ধ শুরু করার পর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে ১৪৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু।
চলতি বছরের মার্চে গাজায় পুরোপুরি অবরোধ আরোপ করে ইসরায়েল। বিভিন্ন চাপের মুখে মে থেকে খুবই সীমিত পরিমাণে ত্রাণ ঢুকছে। জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর সতর্কতা সত্ত্বেও প্রয়োজনীয় সাহায্য ঢুকতে পারছে না। ফলে গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেন, গাজায় অবস্থানরত তার সহকর্মীরা মানুষজনকে এমন অবস্থায় দেখছেন যেন তারা ‘না বেঁচে আছে, না মরেছে – যেন হাঁটতে থাকা লাশ’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০২৫ সালে গাজায় অপুষ্টিজনিত ৭৪ জন মৃত্যুর মধ্যে চলতি মাসেই মারা গেছেন ৬৩ জন, যার মধ্যে পাঁচ বছরের কম বয়সী ২৪ জন শিশু এবং পাঁচ বছরের বেশি বয়সী একজন শিশু রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদীদের বর্বর হামলায় ৫৯ গাজার ৮২১ জন নিহত হয়েছেন।
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      