 
              প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৮:৪৬ পিএম
 
                 
                            
              মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি নির্বাহী আদেশ জারি করে ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
বুধবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে।
ট্রাম্পের অভিযোগ, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ার তেল আমদানি করছে। এ শুল্ক নতুন করে আরোপিত ২৫ শতাংশের পাশাপাশি পূর্বঘোষিত আরেক দফা ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হবে।
এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কারণ এর ঠিক আগেই ভারতের এক সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের শেষ দিকে প্রায় সাত বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক সবচেয়ে বড় সংকটে পড়েছে বলে বিশ্লেষকদের অভিমত। দুই দেশের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়াই এই উত্তেজনার অন্যতম কারণ।
হোয়াইট হাউজের এই পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্প এর আগেই সোমবার দিয়েছিলেন। এরপরই তাঁর শীর্ষ কূটনৈতিক দূত স্টিভ উইটকফ মস্কো সফর করেন, যার উদ্দেশ্য ছিল রাশিয়াকে ইউক্রেনে শান্তিচুক্তির দিকে রাজি করানো।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে রাশিয়ার ওপর আরও বেশি শুল্ক এবং তাদের মিত্রদের ওপর ‘সেকেন্ডারি স্যাংশন’ বা পরোক্ষ নিষেধাজ্ঞা জারি করা হবে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      