• ঢাকা শনিবার
    ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ সেনাসদস্য নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৬:৩৭ পিএম

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১২ জন সেনাসদস্য নিহত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের পাহাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় নিহত হন ওই সেনাসদস্যরা।

জবাবে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। এতে সন্ত্রাসীদের কমপক্ষে ১৩ জন সদস্য নিহত হয়। আহত হয় অঞ্চলটির কমপক্ষে ৪ জন বাসিন্দা।

হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী সংঘঠন পাকিস্তানি তালিবান। হামলার পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনীর অস্ত্র ও ড্রোনও জব্দ করেছে সন্ত্রাসীরা। ঘটনাস্থলের আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

আর্কাইভ