
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৬:৩৭ পিএম
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ পৃথক বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে দাশতে এলাকায় ইরান সীমান্তের কাছে বৃহস্পতিবার আধা-সামরিক বাহিনীর একটি কনভয়ের ওপর আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী কনভয়ের মধ্যে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।
ভয়াবহ এই বিস্ফোরণে ৩ সেনাসহ অন্তত পাঁচজন নিহত হন। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে।
এছাড়া একই রাতে আফগান সীমান্তের কাছে আরেকটি বিস্ফোরণে ৬ জন শ্রমিক নিহত হয়েছেন।
আফগানিস্তান ও ইরানের সীমান্তঘেঁষা খনিজসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে হামলা বেড়েছে, যার জবাবে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান চলছে।
বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে। তাদের দাবি, বেলুচ জনগণের প্রতি বৈষম্যের অবসান ঘটানো।
উল্লেখ্য, চলতি মাসের শুরতে কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন।