• ঢাকা বৃহস্পতিবার
    ৩০ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০১:১১ পিএম

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ইউরোপজুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। এরইমধ্যে সবচেয়ে বড় সমাবেশটি হয়েছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে, যেখানে প্রায় আড়াই লাখ মানুষ মিউজিয়াম স্কয়ারে জড়ো হয়।

বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার। সবার কণ্ঠে একই ধ্বনি—ফ্রি প্যালেস্টাইন!

তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং ইসরায়েলি নৌবাহিনীর হাতে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকানোর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে একজন প্রতিবাদকারী হাতে ধরে রেখেছেন প্ল্যাকার্ড, যাতে লেখা—‘নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনকে মুক্ত করো’। ছবি: আল জাজিরা।
এদিন, তুরস্কের ইস্তাম্বুলে হাজারো মানুষ হায়া সোফিয়া মসজিদ থেকে গোল্ডেন হর্ন নদীর তীরে মিছিল করে, যেখানে তুর্কি ও ফিলিস্তিনি পতাকায় সাজানো নৌকা তাদের অপেক্ষায় ছিল।

অন্যদিকে, বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় বিক্ষোভকারীরা হাতে তুলে নেয় প্ল্যাকার্ড—‘গাজা: অনাহারে’ এবং ‘গাজা শিশুদের সবচেয়ে বড় কবরস্থান’।

অন্যদিকে, মরক্কোর রাজধানী রাবাতে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা পুড়িয়ে সরকারের প্রতি আহ্বান জানায়, ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য।

স্পেনেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। একদিন আগেই মাদ্রিদ ও বার্সেলোনায় বিশাল সমাবেশের পর দেশজুড়ে ছোট ছোট মিছিলে অংশ নেয় মানুষ, যেখানে অনেকে সাদা কাপড়ে মোড়ানো পুঁটলি বহন করে—যা গাজার নিহত শিশুদের দেহের প্রতীক।

সূত্র: আল জাজিরা।

আর্কাইভ