• ঢাকা রবিবার
    ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রাতভর তুমুল সংঘর্ষ

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ১০:৩৮ এএম

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রাতভর তুমুল সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালানোর পর দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে।

দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স লিখেছে, তালেবান বাহিনী দুটি পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করার দাবি জানিয়েছে।

এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সীমান্তের অন্তত পাঁচটি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তাদের বাহিনী পাল্টা জবাব দিচ্ছে।

বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল।

ইসলামাবাদ বিমান হামলার অভিযোগ স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি। তবে কাবুলকে আহ্বান জানিয়েছে ‘পাকিস্তানবিরোধী সন্ত্রাসী সংগঠন’ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দেওয়া বন্ধ করতে।

এর জেরে শনিবার গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তজুড়ে তীব্র সংঘর্ষ শুরু হয়।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের পাল্টা হামলায় আফগানিস্তানের ‘একাধিক সীমান্তচৌকি ও সশস্ত্র অবস্থানের’ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ভারী কামান, ট্যাংকসহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করছে।

আফগান সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবে’ পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় তালেবান বাহিনী ‘পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে’। 

কুনার, নানগারহার, পাকতিকা, খোস্ত ও হেলমান্দ—এই পাঁচ সীমান্তপ্রদেশের তালেবান কর্মকর্তারা সংঘর্ষের খবর দিয়েছেন।

খাইবার-পাখতুনখোয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আজ সন্ধ্যা থেকে তালেবান বাহিনী সশস্ত্র হামলা শুরু করে। আমরা প্রথমে হালকা, পরে চারটি সীমান্তপয়েন্টে ভারী কামান থেকে গোলা নিক্ষেপ করি।’

তিনি বলেন, ‘পাকিস্তানি বাহিনী গোলাগুলির জবাব দেয় এবং বিস্ফোরক বহনের সন্দেহে তিনটি আফগান ড্রোন গুলি করে নামায়। লড়াই এখনো চলছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপড়েন লেগে আছে। পাকিস্তানের দাবি, টিটিপি ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী আফগানিস্তানের মাটিকে ‘হামলার ঘাঁটি’ হিসেবে ব্যবহার করছে। ইসলামাবাদ বারবার তালেবান সরকারকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে।

আর্কাইভ