• ঢাকা মঙ্গলবার
    ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ১১:৫১ এএম

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ফের উস্কে উঠেছে সংঘাত। রোববার (৭ ডিসেম্বর) কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সি সা কেত-এ গুলি বিনিময় হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। এ সময় অন্তত ২ জন থাই সেনা আহত হয়েছেন। এ ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি উভয় দেশকে আরও সংঘাত এড়াতে এবং আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। মহাসচিব উভয় পক্ষকে ‍‍`সংযম প্রদর্শন করারও অনুরোধ জানিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিচ জানিয়েছেন, গত অক্টোবরে স্বাক্ষরিত শান্তিচুক্তি রক্ষায় দু‍‍`পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস।

তিনি বলেন, ‍‍`সাম্প্রতিক ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। সীমান্তে বিমান হামলা এবং ভারী অস্ত্র সরঞ্জাম মোতায়েনের খবর দেখেছি। উত্তেজনা কমাতে কুয়ালালামপুরে স্বাক্ষরিত চুক্তিতে ফেরার যথাসাধ্য চেষ্টা করতে হবে উভয় দেশকে। অঞ্চলটিতে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রচারে সব প্রচেষ্টাকে সমর্থনে প্রস্তুত আমরা।‍‍` 
 

আর্কাইভ