• ঢাকা শুক্রবার
    ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

নাইজারের বিমানবন্দরের কাছে গোলাগুলি, নিহত ২০

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:২৯ এএম

নাইজারের বিমানবন্দরের কাছে গোলাগুলি, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ব্যাপক গোলাগুলো ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামরিক বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছেন অন্তত ২০ হামলাকারী। আহত হয়েছেন চার সেনা সদস্য। হামলায় জড়িত ১১ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঘটে এই হামলার ঘটনা। একে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে দেশটির সরকার।

এদিকে, সন্ত্রাসীদের অর্থায়নের অভিযোগ তুলে হামলার জন্য ফ্রান্স, বেনিন ও আইভরি কোস্টকে দায়ী করেছে নাইজারের সামরিক জান্তা আব্দুররহমানে তিয়ানি। দেশগুলোকে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

 

আর্কাইভ