• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

গাজা সিটির মধ্যভাগে ইসরায়েলি বাহিনী, ট্যাংক নিয়ে তাণ্ডব আবাসিক এলাকায়

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:২২ এএম

গাজা সিটির মধ্যভাগে ইসরায়েলি বাহিনী, ট্যাংক নিয়ে তাণ্ডব আবাসিক এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

গাজা সিটির প্রায় মধ্যভাগে প্রবেশ করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী। ট্যাংক নিয়ে আবাসিক এলাকাগুলোয় চালাচ্ছে ভয়াবহ তাণ্ডব। ইসরায়েলের স্থল আক্রমণের দ্বিতীয় দিনেই গাজা শহর দখলের লক্ষ্যে এই অভিযান শুরু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

গাজার স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের অন্যতম প্রধান এই আবাসিক এলাকায় কয়েক ডজন ইসরায়েলি ট্যাংক এবং সামরিক যানবাহন ঢুকেছে।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, ট্যাংক, বুলডোজার এবং সাঁজোয়া যানগুলো উত্তর গাজার শেখ রাদওয়ানের প্রান্ত দিয়ে এগিয়ে চলছে। এ সময়, তাদের অগ্রযাত্রা নির্বিঘ্ন করতে ঘন ধোঁয়া ছড়াতেও দেখা যায়। উল্লেখ্য, এলাকাটি শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি। যুদ্ধ শুরুর আগে এখানে বাস করতো হাজার হাজার মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি গাজার সব অঞ্চলেই হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে প্রাণহানির শিকার কমপক্ষে ৮৩ জন। এর মধ্যে গাজা সিটিতেই মৃত্যু হয়েছে ৬১ জনের।

এর আগে, গত দুই দিনে গাজা সিটির দেড় শতাধিক টার্গেটে হামলা চালিয়েছে আইডিএফ। চালু থাকা হাসপাতালগুলো টার্গেট করেও হয়েছে বোমা ও গোলাবর্ষণ। এ সময়, আগ্রাসন ও দুর্ভিক্ষ কবলিত গাজাবাসীর শেষ লাইফলাইন হিসেবে বিবেচিত আল শিফা ও আল আহলি হাসপাতালে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে দুই হাসপাতালে প্রাণহানির শিকার হয় ১৯ জন।

উল্লেখ্য, গাজায় দুই বছর ধরে চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ হাজার।

আর্কাইভ