• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মিরপুরে গ্যাসের আগুন : আরও একজনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ১২:৫২ পিএম

মিরপুরে গ্যাসের আগুন : আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম রেনু বেগম (৩৫) আগুনে তার শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল। নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

বুধবার ( সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার এস এম আইয়ুব হোসেন।

গত ২৫ আগস্ট মিরপুরের তলা ভবনের গ্যাস লাইন মেরামতের কাজ করছিল এক কর্মী। কাজ শেষ করে লিকেজ আছে কি না দিয়াশলাই জ্বালিয়ে পরীক্ষা করতে যান। এরপরই মুহূর্তের মধ্যে ওই ভবনসহ আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় একই পরিবারের তিনজনসহ সাতজন দগ্ধ হন।

নূর/এএমকে

আর্কাইভ