• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ঢাবির হলে ফাটল ধরায় আতঙ্কে শিক্ষার্থীরা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৪:১৯ পিএম

ঢাবির হলে ফাটল ধরায় আতঙ্কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ভবনের বারান্দায় ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন ওই হলের শিক্ষার্থীরা। এ অবস্থায় ফাটল ধরা সেই পাশে আর শিক্ষার্থী থাকতে পারবেন না। বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে হল কর্তৃপক্ষ। আগামী ৭ অক্টোবরের মধ্যে ভবনের ওই পাশে থাকা শিক্ষার্থীদের খাট, বিছানা ইত্যাদি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হলগুলোর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হল অন্যতম। হলটি পুরাতন হওয়ায় এর আগেও হলের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। তবে সেই ফাটলগুলো এখন বড় আকার ধারণ করছে। যার কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

এ নিয়ে আতঙ্কে রয়েছেন শিক্ষার্থীরা। আগামী মাসের শুরুতে শিক্ষার্থীরা হলে উঠবেন। বিষয়টি নিয়ে হলের শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, ‘আমাদের হলটি অনেক পুরাতন। ভবনের অনেক জায়গায় ফাটল রয়েছে। এখন এই ফাটল বড় হচ্ছে। আমরা খুবই আতঙ্কিত যে কোনো দুর্ঘটনা না ঘটে।

বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মজিবুর রহমান।

তিনি বলেন, ‘ফাটল আগেও ছিল। এগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। অনেক পুরাতন বিল্ডিং, লোড নেওয়ার ক্যাপাসিটি এখন নাই। ভবন এখনই ভাঙতে হবে না। তবে ওই অংশে শিক্ষার্থী থাকতে পারবে না। ভবনের ওই অংশে লোড নেওয়ার ক্ষমতা নেই।’

এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভবন ধসের ঘটনা ঘটেছে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবরের ওই ভবন ধসের ঘটনায় ৪০ জন মারা গিয়েছিল।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ