• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১১:৩০ এএম

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনিবার্যকারণবশত স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। জেনেভা সফর, ভ্যাকসিন ইস্যু সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।

তিনি বলেন, বৃহস্পতিবার ( অক্টোবর) দুপুর ১টা থেকে ২টার মধ্যবর্তী যেকোনো সময়ে স্বাস্থ্যমন্ত্রী মিডিয়া ব্রিফিং করবেন। কিন্তু একই সময়ে স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে অন্য একটি অনুষ্ঠানে অংশ নেবেন। কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। আগামী সপ্তাহের শুরুতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জেনেভা সফর, ভ্যাকসিন ইস্যু সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুর ১টায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত ২৭ সেপ্টেম্বর রাত পৌনে ২টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ব্যুরো মিটিংয়ে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় যান স্বাস্থ্যমন্ত্রী।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো সভায় যোগদান ছাড়াও তিনি ডব্লিউএইচওর মহাপরিচালক . তেদরোস আধানম গেব্রিয়াসুস, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমুনাইজেশনের (জিএভিআই) প্রধান নির্বাহী গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের সদস্য গেরদা ভারবারগের সঙ্গে করোনা মোকাবিলাসহ চিকিৎসা, জনসংখ্যা পুষ্টি-সংক্রান্ত বিষয়ে পৃথক বৈঠক করেন।

জেনেভায় স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপসচিব মো. সাদেকুল ইসলাম ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল।

সফর শেষে বুধবার ( অক্টোবর) সকালে সফরসঙ্গীদের নিয়ে দেশে ফেরেন স্বাস্থ্যমন্ত্রী।

নূর/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ