• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১২:৫২ এএম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের দেশের বিভিন্ন স্থানে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়। এ সময় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বাগেরহাটসহ বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভুত হয়।

প্রাথমিকভাবে জানা যায়, ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মানদালায় থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া বিষয়টি নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে স্ট্যাটাস দিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহত ও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

ইফাত

আর্কাইভ