প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ১১:১১ পিএম
                 
                            
              সিনোভ্যাকের আরও দুই লাখ
ডোজ টিকা দেশে পৌঁছেছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে
রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে দেশে
পৌঁছে এ টিকা। 
ঢাকা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই টিকা গ্রহণ
করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির
মহাসচিব ও সাবেক রেলওয়ে
সচিব ফিরোজ সালাউদ্দিন।
গত
১৯ অক্টোবর চীনা সরকারের উপহারস্বরূপ
১০ লাখ ডোজের সিনোভ্যাক
টিকা দেশে আসে।
নূর/ডাকুয়া