প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ১১:৩৫ পিএম
                 
                            
              প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে
দেশে গত ২৪ ঘণ্টায়
আরও দুইজনের প্রাণহানি
হয়েছে। এ নিয়ে মৃতের
সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৮
জনে। একই সময়ে ভাইরাসটিতে
নতুন করে শনাক্ত হয়েছেন
২১৩ জন। এ পর্যন্ত মোট
শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২
হাজার ৯৪৮ জনে।
মঙ্গলবার
(১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়েছে।  
এতে
বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায়
করোনা থেকে সুস্থ হয়েছেন
২২৩ জন। এ পর্যন্ত
মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬
হাজার ৯৬৭ জন। একই
সময়ে ২১ হাজার ৩৩
জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা
করা হয় ২০ হাজার
৭৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক
৩ শতাংশ।
গত
২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই
নারী। তারা ঢাকা বিভাগের।
দেশের বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।
গত
বছরের ৮ মার্চ দেশে
প্রথম তিনজনের দেহে
করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০
দিন পর ওই বছরের
১৮ মার্চ দেশে এ ভাইরাসে
আক্রান্ত হয়ে প্রথম একজনের
মৃত্যু হয়।
নূর/এম. জামান