• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকারি বাঙলা কলেজে অজ্ঞাত লাশ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৩:২২ এএম

সরকারি বাঙলা কলেজে অজ্ঞাত লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, লাশটি সপ্তাহখানেক আগের।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কলেজ কর্মচারীদের প্রধান সহকারী আমিনুর রহমান বলেন, ‘ওমিক্রনে যথাযথ স্বাস্থ্যবিধি মানতে নির্মাণাধীন ভবনের নতুন রুমগুলো পরীক্ষা নেয়ার উপযোগী করতে গিয়েছিলাম। কারণ সামনে পাবলিক পরীক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষা রয়েছে। রুম পরিষ্কার করতে গিয়ে আমরা লাশ দেখতে পাই। সেখানে আগে থেকেই কিছু চেয়ার-টেবিল ছিল। যেহেতু ওই ভবন এখনও কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়নি, তাই ঠিকাদার প্রতিষ্ঠানকে জানাই।’

বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে ৫টায় ওই ভবনের ঠিকাদার আমাকে ফোনে লাশ পাওয়ার বিষয়টি জানায়। ভবনটি এখনও আমাদেরকে বুঝিয়ে দেয়নি। তাই ওই ভবনের দিকে কলেজ প্রশাসনের তেমন দৃষ্টি ছিল না। এরপর দারুস সালাম থানার অফিসার ইনচার্জকে ফোন দিয়ে বিষয়টি অবগত করি।’

ঠিকাদার রাকিব হোসেন মিরন জানিয়েছেন, কলেজের অফিস সহকারী সন্ধ্যায় আমাকে লাশ পাওয়ার বিষয়টি জানিয়েছে। এরপর আমি পুলিশকে ফোন করি। আমাদের সব কর্মচারী সুস্থ রয়েছেন তবে পাহারাদার জলিল তিন দিন ধরে নিখোঁজ।

লাশটি শনাক্তে কাজ করছে সিআইডি ও ডিবির সদস্যরা। তারা জানায়, লাশ দেখে মনে হচ্ছে সপ্তাহখানেক আগে মারা গেছে। বাকি বিষয় তদন্তের পরে জানা যাবে।

জেডআই/
আর্কাইভ