• ঢাকা শুক্রবার
    ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

বাসের ধাক্কায় একই পরিবারের নিহত তিন

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ১০:০৮ এএম

বাসের ধাক্কায় একই পরিবারের নিহত তিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে শুক্রবার সকালে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ জন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নিহত ৩ জন হলেন ৬০ বছর বয়সী আব্দুর রহমান, ৪০ বছরের রিয়াজুল ইসলাম ও ৩৫ বছর বয়সী মোছাম্মৎ শারমিন। তারা বরিশাল থেকে লঞ্চে ঢাকায় এসে অটোরিকশায় করে বাসায় যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহত হন অটোরিকশার চালক ৩৫ বছর বয়সী রফিকুল ইসলাম ও ছয় বছরের বৃষ্টি। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনায় হতাহত চারজনেরই গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে৷ মাতুয়াইলে ভাড়া বাসায় থাকতেন তারা।

নিহত তিনজনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) আয়ান মাহমুদ দীপ জানান, একই পরিবারের চার সদস্য বরিশাল থেকে ভোরে লঞ্চে করে ঢাকায় আসেন। তারা সদরঘাট থেকে অটোরিকশায় মাতুয়াইলের বাসার উদ্দেশে রওনা হন। গন্তব্যে পৌঁছানোর আগে মাতুয়াইল এলাকাতেই দুর্ঘটনার শিকার হন তারা।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নেয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। দুজনের চিকিৎসা চলছে।

এমএএন/ডা
আর্কাইভ