• ঢাকা বুধবার
    ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারতকে পরিণতি ভোগ করতে হবে: শাহবাজ

প্রকাশিত: মে ৭, ২০২৫, ১১:২৩ পিএম

ভারতকে পরিণতি ভোগ করতে হবে: শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতকে পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। ডন

শাহবাজ বলেন, তারা মনে করেছে আমরা পিছু হটবো। কিন্তু তারা ভুলে গেছে যে, পাকিস্তান বীরদের জাতি। 

তিনি আরও বলেন, ভারতের গত রাতের বিমান হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। এই সেই কাপুরুষোচিত শত্রু যারা নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে নিজেদের শক্তিশালী মনে করে। কিন্তু আমরা গত রাতে প্রমাণ করেছি, কীভাবে প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে হয়।

প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, (ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে) পাকিস্তান ও তার সামরিক বাহিনী আবারও যুদ্ধে শত্রুর ওপর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

আর্কাইভ