• ঢাকা শনিবার
    ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ময়লার স্তূপে পড়েছিল নবজাতকের মরদেহ

প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ১১:৩৭ এএম

ময়লার স্তূপে পড়েছিল নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ থানার কদমতলা এলাকায় ময়লার স্তূপে পড়েছিল অজ্ঞাত এক নবজাতকের (আনুমানিক দিনের) মরদেহ। স্থানীয়রা দেখে পুলিশে খবর দেন। এরপর শনিবার ( এপ্রিল) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া।

তিনি জানান, এক নারী ময়লার স্তূপে ওই নবজাতককে দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে কদমতলার দক্ষিণ পাশের ব্রিজে ময়লার স্তূপ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

কে বা কারা নবজাতকের মরদেহ এখানে ফেলে গেছে সেটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এনএম/এফএ

আর্কাইভ