• ঢাকা সোমবার
    ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ১০:৪৮ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে  নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৬ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির পাশের নির্মাণাধীন ভবনে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন রোকন (৩২) ও শাহাদত (২২)। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায়। বর্তমানে ওই ভবনেই থাকতেন তারা।

নিহতদের সহকর্মী কবির হোসেন জানায়, তারা পশ্চিম আগাঁরগাও পানির ট্যাংকির পাশে নির্মানাধীন ১৪তলা ভবনে কাজ করছিল। রোকন ও শাহাদত দুজন রাজমিস্ত্রীর কাজ করতেন। তারা দুজন ভবনের তৃতীয় তলায় বাইরের দিকে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিল। এ সময় মাচান ছিঁড়ে দুজন নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাদের বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

জেডআই/

আর্কাইভ