 
              প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৯:৩২ পিএম
-20221001093233.jpg) 
                 
                            
              বাগেরহাটের রামপালে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামপাল থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ সামসুদ্দীনের বিশেষ নির্দেশনায় ওসি তদন্ত রাধে শ্যাম, এসআই দেলোয়ার হোসেনসহ সংগীয় ফোর্স শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এক অভিযান পরিচালনা করেন। উপজেলার মানিক নগর গ্রামের শহীদ মোড়লের পুত্র বেলাল হোসেন (৩৫) হেরোইন বিক্রি করছে এমন খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এ সময় তার সহযোগী একই গ্রামের হালিম শেখের পুত্র জসিম শেখকে (২৫) আটক করেন। ওই সময় তাদের কাছ থেকে ফয়েল কাগজে মোড়ানো ৩২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ ২০ গ্রাম যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, হেরোইন উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক এবং মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। এইসব কারবারিদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’
এএল/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      