• ঢাকা বুধবার
    ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ইউপি নির্বাচনে নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা

প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৫:৪৫ পিএম

ইউপি নির্বাচনে নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। লক্ষ্যে প্রথম ধাপের নির্বাচনের আগে পরে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি) ফলে আগামী ২০ জুন মধ্যরাত ১২টা থেকে ২১ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। 

সোমবার (১৪ জুন) ইসির নির্বাচন পরিচালনা শাখা--এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়েছে। আদেশটি মঙ্গলবার ইসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 

ইসি জানায়, প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২০৪টি ইউপির নির্বাচনের ভোটগ্রহণ ২১ জুন অনুষ্ঠিত হবে। লক্ষে ইতোমধ্যেই প্রথম ধাপের ইউপির ভোটগ্রহণের দিন এবং তার আগে পরে বিশেষ কয়েকটি নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইসির আদেশে জানানো হয়, এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। একই সঙ্গে সাংবাদিকদের ক্ষেত্রে (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

তরিকুল/নির্জন

আর্কাইভ