• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

অত্যাবশ্যকীয় সেবা খাতে ধর্মঘট ডাকলে হতে পারে জেল-জরিমানা

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ১২:৩৫ এএম

অত্যাবশ্যকীয় সেবা খাতে ধর্মঘট ডাকলে হতে পারে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অত্যাবশ্যকীয় সেবা খাতে বেআইনিভাবে ধর্মঘট ডাক দিলে বা সমর্থন করলে হতে পারে জেল ও জরিমানা। এ ক্ষেত্রে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান করা হয়েছে। এই বিধান রেখে অত্যাবশ্যকীয় পরিষেবা আইন-২০২২ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে জনজীবন বাধাগ্রস্ত হয় এমন কোনো ক্ষেত্রে ইচ্ছা থাকলে আর ধর্মঘট বা হরতাল ডাকতে পারবে না কেউ।

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে গত বছরের ৪ অক্টোবর মন্ত্রিসভা এই আইনের খসড়ার অনুমোদন করে। সেই খসড়াটি চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এখন সংসদে যাবে। তারপর গেজেট আকারে জারি করবে সরকার।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনটিতে ১৪টি ধারা রয়েছে। এর মধ্যে ৪ নম্বর ধারায় বলা হয়েছে, সরকার কোন বিষয়গুলোকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করবে। ৫ নম্বর ধারায় বলা হয়েছে, কিছু চাকরিতে কর্মরতদের নির্দিষ্ট এলাকা ত্যাগ না করার ক্ষমতা। আবার আরেক ধারায় বলা হয়েছে, ধর্মঘট, লকডাউন বা লে-অফ নিষিদ্ধ করার কথা। দেখা যায়, অনেক সময় শিল্প-প্রতিষ্ঠানে লে-অফ বা নক আউট করা হয়। এক্ষেত্রে সরকার যদি মনে করে বিষয়গুলো জাস্টিফাইড নয়, তাহলে সেই সব নিষিদ্ধ করতে পারবে সরকার।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকার যেসব সেবাগুলোকে অত্যাবশ্যকীয় পরিষেবা মনে করবে সেগুলোর নাম ঘোষণা করা যাবে। এসবের মধ্যে কয়েকটি হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ই-কমার্স, ইলেকট্রনিক ও ডিজিটাল সেবা। সরকার মনে করে, এই সেবাগুলো যখন খুশি তখন বন্ধ করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘স্থল, জল, রেল ও আকাশপথের যাত্রী বা পণ্য সেবাও অত্যাবশ্যকীয় পরিষেবা বলে পরিচিত হবে। এসবের মাধ্যমে পণ্য খালাস, সশস্ত্র বাহিনীর পরিচালনায় কোনো প্রতিষ্ঠান বা এ সংক্রান্ত পরিষেবা। এসবের বাইরে যেকোনো সেবাকে সরকার মনে করলে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করতে পারবে। আর কোনো কারণে বাস বা ট্রাক চলাচলে কেউ হরতাল ডাকলে তখন সরকার ইয়ে.. (পদক্ষেপ নেয়া) করতে পারবে। এটা অমান্য করলে শাস্তির বিধানও রাখা হয়েছে।’

সচিব বলেন, ‘কেউ যদি এ ধরনের অপরাধ করে তাহলে সাধারণভাবে ৬ মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমনা হবে। আবার কেউ বেআইনি ধর্মঘট চলমান রাখার জন্য সমর্থন করলে এক বছরের কারাদণ্ড ও অনূর্ধ ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। এখানে অনেনকগুলো অপরাধের কথা বলা হয়েছে।’

এআরআই

 

আর্কাইভ