 
              প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০৯:৫৪ পিএম
 
                 
                            
              ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের দিন, ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে আওয়ামী লীগ। বুধবার (২৩ নভেম্বর) সকালে সচিবালয়ে এ কথা জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। , মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী কারণে নয়াপল্টনের সামনে সমাবেশ করতে চান? ওনারা বিশাল সমাবেশ করবেন, কেউ বলছে ১০ লাখ আবার কালকে একটা টেলিভিশনে দেখলাম ২৫ লাখ লোকের সমাগম করবে। নয়াপল্টনের সামনে কোনোরকমে ৫০ হাজার মানুষ ধরে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে। জঙ্গিদের বর্তমান কর্মকাণ্ড ও বিএনপির কর্মসূচি একই সূত্রে গাঁথা। তিনি আরও বলেন, তারা ওই হেফাজতে ইসলাম যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল, সে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা প্রয়োজনে গাড়ি ভাঙচুর, অগ্নিসন্ত্রাস সেগুলো করতে চায় এবং মানুষের সম্পত্তির ওপর হামলা করতে চায়। এগুলো করতে চায় দেশে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য।
বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সেটি হতে দেবে না। ১০ ডিসেম্বর আমাদের কর্মীরা, আমাদের নেতারা ওয়ার্ডে-ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে।
তিনি বলেন, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘট থাকবে কিনা, তা মালিক-শ্রমিকদের বিষয়।
এসএই
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      