 
              প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৫:৪৩ পিএম
 
                 
                            
              ঈশ্বরদী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রুবেল চৌধুরী নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দাশুড়িয়া-পাকশীর রূপপুর আঞ্চলিক মহাসড়কের নওদাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল পাবনা জেলার আটঘড়িয়া থানার উত্তর চক পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে দাশুড়িয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দিকে যাচ্ছিলেন রুবেল। এ সময় দাশুড়িয়া-পাকশীর রূপপুর আঞ্চলিক মহাসড়কের নওদাপাড়ায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান রুবেল। স্থানীয়রা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিস কুমার স্যানাল বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘাতক ট্রাক ও মোটসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
কিউ/এএল
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      