• ঢাকা মঙ্গলবার
    ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি কর্মী নেবে ইতালি, চুক্তি সই সম্পন্ন

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ১২:১৯ এএম

বাংলাদেশি কর্মী নেবে ইতালি, চুক্তি সই সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার বৈধ ভাবে ইউরোপে কর্মী পাঠাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজী হয়েছে ইতালি। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই সম্পন্ন হয়েছে দুই দেশের মাঝে। সোমবার (১২ ডিসেম্বর) এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চুক্তি সই হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত বলেন, দেশটিতে কৃষি এবং ট্যুরিজম সেক্টরে কর্মী নেবেন তারা। এছাড়া বৈধ অভিবাসন নিশ্চিতে ৩ মিলিয়ন ইউরো সহায়তা দেয়ার কথা জানান তিনি।

এদিকে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, ইউরোপে কর্মী পাঠাচ্ছে বাংলাদেশ। এ সময় বৈধ পথে ইউরোপে যাওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয়ের ক্ষেত্রে সম্মতি লাগবে অর্থ মন্ত্রণালয়ের

এর আগে গত ফেব্রুয়ারিতে ইউরোপের দেশ গ্রিসেও কর্মী পাঠাতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে প্রায় ১১ লাখ কর্মী বিদেশে গেছে। এসব বাংলাদেশিদের বেশিরভাগই গেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

এআরআই

আর্কাইভ