• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

করোনায় আরও ৭৮ জনের প্রাণহানি, শনাক্ত ৪৬৩৬

প্রকাশিত: জুন ২১, ২০২১, ০৬:৪০ পিএম

করোনায় আরও ৭৮ জনের প্রাণহানি, শনাক্ত ৪৬৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন চার হাজার ৬৩৬ জন এবং সুস্থ হয়েছেন হাজার ৮২৭ জন।

দেশে বর্তমানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৬২৬ জনে এবং মোট  শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে লাখ ৫৬ হাজার ৩০৪ জনে। ছাড়া পর্যন্ত মোট সুস্থ হয়েছেন লাখ ৮৫ হাজার ৪৮২ জন।

২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ এবং মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।

সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৮ জনের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ২২ জন নারী। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৭২ জন। বাকিরা মারা গেছেন বাসায়। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, রাজশাহীতে ১৫, খুলনায় ১৪, চট্টগ্রামে ১১, রংপুরে , বরিশালে , সিলেটে ময়মনসিংহে জন মারা গেছেন।

পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৬২৬ জনের মধ্যে পুরুষ হাজার ৭৬৮ জন এবং নারী হাজার ৮৫৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ছাড়া ৫১-৬০ বছরের ২৩, ৪১-৫০ বছরের , ৩১-৪০ বছরের এবং ২১-৩০ বছরের জন রয়েছেন।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৫১ হাজার ৭৯১টি।

দিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে দেশের সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে।

লকডাউনের আওতাভুক্ত জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর গোপালগঞ্জ।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

টিআর/এম. জামান

আর্কাইভ