 
              প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০৩:০৯ পিএম
 
                 
                            
              বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আজ রোববার (২২ জানুয়ারি) মেট্রোরেল ৯ ঘণ্টা চলবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। এ ছাড়াও বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আগারগাঁও ও উত্তরা উত্তর স্টেশনে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের লাখো ধর্মপ্রাণ মুসলমান এতে সমবেত হয়েছেন। এরইমধ্যে চলছে দ্বিতীয় পর্বের তৃতীয় দিনের বয়ান। বেলা ১১টার পর শুরু হবে আখেরি মোনাজাত। এরইমধ্যে হাজারো মানুষ মোনজাতে অংশ নিতে ছুটছেন ইজতেমা ময়দানের দিকে।
এর আগে শুক্রবার (২০ জানুয়ারি) ফজর নামাজ শেষে আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। এতে অংশ নেন মাওলানা সাদপন্থিরা।
এনএমএম/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      