• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও চবিতে অবরোধ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:৪৩ পিএম

আবারও চবিতে অবরোধ

চট্টগ্রাম ব্যুরো

সাত দিনের মধ্যে দৃশ্যমান কাজের কোনো অগ্রগতি না হওয়ায় আবারও অবরোধের ডাক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ শুরু করে তারা। 
চারুকলা বিভাগের ভিতরে অবস্থান করছে শিক্ষার্থীরা। অন্যদিকে কোনো শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি বলে  জানা গেছে ।
গত বছর ২ নভেম্বর মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়া, হল, ক্যান্টিন, আবাসন সমস্যা সমাধানসহ ২২ দফা দাবিতে আন্দোলন শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। পরে তা এক দফা দাবিতে রূপ নেয়। চলমান আন্দোলন কয়েক দফায় বেড়ে টানা ৮২ দিনের গড়ায়।


সবশেষ জেলা প্রশাসনের আশ্বাসে গত ২২ জানুয়ারি টানা ৮২ দিনের আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। সে সময় সাত দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। সাত দিনের আল্টিমেটামেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মঙ্গলবার আবারও অবরোধের ডাক দিয়েছে চবির চারুকলার শিক্ষার্থীরা।

 

এনএমএম /এএল

আর্কাইভ