 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৪:৩৬ পিএম
 
                 
                            
              নিখোঁজের চারদিন পর বাসায় ফিরলেন মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে তার এক বন্ধুর বাসায় ফিরে আসেন তিনি। খবর পেয়ে শাহরিয়ারের মা রাশিদা আক্তার ছেলেকে আজিমপুরে নিজ বাসায় নিয়ে যান।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার খোঁজে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছিল। তবে বৃহস্পতিবার মোহাম্মদপুরে এক বন্ধুর বাসায় যান শাহরিয়ার কবির। খবর পেয়ে তার মা ছেলেকে নিজের বাসায় নিয়ে যান।
তবে শাহরিয়ার এতদিন কোথায় ছিলেন, সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ। এ বিষয়ে ডিসি মোর্শেদ বলেন, তিনি কোথায় ছিলেন, কেন ছিলেন, সে বিষয়ে শুক্রবার থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
                      
এনএমএম/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      