প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ০৭:০০ পিএম
                 ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। তিনি বলেন, ‘শুধু পুলিশকেও এককভাবে বলি না, এদের সঙ্গে সবার একটা সমন্বয় থাকার কথা ছিল।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র্যাবের মহাপরিচালক।
আরিয়ানএস/