 
              প্রকাশিত: মে ২২, ২০২৩, ০৮:৫৮ পিএম
-20230522085804.jpg) 
                 
                            
              রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। মিছিলটি নগরীর গাঙ্গিনারপাড় মোড় ও নতুনবাজার হয়ে টাউনহল মোড়ে গিয়ে শেষ হয়।
সোমবার (২২ মে) সকালে নগরীর শিববাড়ির দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা সভাপতি এহতেশামুল আলমের নেতৃত্বে মিছিলটি শুরু হয়।
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল হয়। এতে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন।
                      
উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      