 
              প্রকাশিত: জুন ১, ২০২৩, ১১:১৪ পিএম
 
                 
                            
              রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশে জমি রেজিস্ট্রেশনের খরচ বাড়তে পারে। অর্থমন্ত্রী তার প্রস্তাবিত বাজেটে এই দুই এলাকাসহ জমি রেজিস্ট্রেশনে উৎসে কর বাড়ানোর প্রস্তাব করেছেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাধীন এবং এর বহির্ভুত এলাকায় জমি রেজিস্ট্রেশনকালে যৌক্তিকভাবে উৎসে কর হার বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
সেই সঙ্গে কর প্রত্যর্পণ কমাতে স্টিল উৎপাদনের কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে উৎসে করহার যৌক্তিকীকরণ এবং স্থানীয় পর্যায়ে উৎপাদিত ৩৩ থেকে ৫০০ কেভি ক্যাবলের সরবরাহে উৎসে কর হার যৌক্তিকীকরণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      