• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

মালদ্বীপের প্রেসিডেন্টকে প্রসিদ্ধ আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুন ৬, ২০২৩, ১১:৫৩ এএম

মালদ্বীপের প্রেসিডেন্টকে প্রসিদ্ধ আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দেশের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের জন্য প্রসিদ্ধ আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ জুন) মালদ্বীপের বাংলাদেশ মিশনের পক্ষ থেকে উপহারের আম হস্তান্তর করা হয়।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান আহমেদ শিয়ানের কাছে আম হস্তান্তর করেন। এসময় শ্রম কাউন্সিলর ও মিশনের প্রধান চ্যান্সারি মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

মালদ্বীপ প্রেসিডেন্টের পক্ষ থেকে চিফ অব প্রটোকল আহমেদ শিয়ান এই শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। দুই দেশের বন্ধুত্বের সুসম্পর্ক রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ।

২০২১-২০২২ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বন্ধুপ্রতিম ভালোবাসার ইঙ্গিত হিসেবে মালদ্বীপে বাংলাদেশি আম পাঠিয়েছিলেন।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ