 
              প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৮:২৭ পিএম
 
                 
                            
              বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (১২ জুন) দুপুরের দিকে তার ওপর হামলা চালানো হয়। এসময় তার কর্মী-সমর্থকদেরও মারধর করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ফয়জুল করীম দাবি করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
চলছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। সোমবার (১২ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
                      
বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।
বরিশালের মেয়র প্রার্থী যারা
আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (ঘড়ি, বিএনপি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।
এ ছাড়া বরিশাল সিটির ৩০টি ওয়ার্ডে ১১৮ জন সাধারণ এবং ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      