 
              প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০৮:০৭ পিএম
 
                 
                            
              সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে বাবার সামনে ছেলে শ্রীনিবাস বৈদ্য অঙ্কুর মারা গেছেন।
রোববার (১৮ জুন) সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার চাঁদখালী গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীনিবাস চাঁদখালী গ্রামের পরিমল বৈদ্যের একমাত্র ছেলে। রমজান ইউপির সাবেক সদস্য আবদুল মাজেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
                      
মাজেদ জানান, শ্রীনিবাস বৈদ্য অঙ্কুর তার বাবা, স্ত্রী ও এক বছর বয়সি শিশুকে নিয়ে শ্বশুরবাড়ি পাশের গ্রাম জেলেখালী যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে বিলের মধ্য দিয়ে যাওয়ার সময় আকাশ মেঘলা হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই অঙ্কুর মারা যান। একটু দূরে থাকায় রক্ষা পায় বাবা, স্ত্রী ও সন্তান। তারা আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল বলেন, ‘আকস্মিক বজ্রপাতে শ্রীনিবাসের মৃত্যু হয়েছে। তবে সঙ্গে থাকা অন্যরা সুস্থ আছেন।’
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      