• ঢাকা মঙ্গলবার
    ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা এল দেশে

প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৩:০৩ এএম

চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা এল দেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি ১২ লাখ ডোজ টিকা বুঝে পাওয়ার ঘন্টা খানেকের ব্যবধানে আরও ১০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। চীনের সিনোফার্ম থেকে কেনা ২০ লাখ ডোজের মধ্যে ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে টিকার চালানটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি বিশেষ ফ্লাইটে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা রাত ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দরে এসে পৌঁছেছে। বাকি টিকা সকালে আসার কথা রয়েছে।

এর আগে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ও চীন থেকে ঢাকায় টিকা আসার বিষয়ে সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকা পোস্টকে বলেন, ‘আজ রাতে যুক্তরাষ্ট্রের কোভ্যাক্স থেকে ও চীন থেকে টিকা আসছে। আমি বিমানবন্দরে টিকা রিসিভ করব।’

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায় চীন। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আর এই প্রথম চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকা বাংলাদেশে এসেছে।

জেডআই
আর্কাইভ