• ঢাকা মঙ্গলবার
    ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্ষুধার্তের মাঝে খাদ্য বিতরণ পুলিশের

প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ১০:১১ পিএম

ক্ষুধার্তের মাঝে খাদ্য বিতরণ পুলিশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর লকডাউনে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুরসহ অনেকেই খাদ্যাভাবে কষ্ট করছে। খাদ্যাভাব দূরীকরণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদের মাঝে খাদ্য বিতরণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ।

শনিবার ( জুলাই) দুপুরে রাজধানীর পরীবাগ, বিটিসিএল অফিসের সামনে প্রায় ৩০০ ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ করে পুলিশ

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. বায়েজিদুর রহমান বলেন, ‘কঠোর লকডাউনে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুরসহ অনেকেই খাদ্যভাবে কষ্ট করছে। হয়তো আমরা সবার পাশে দাঁড়াতে পারব না। কিন্তু সাধ্যানুযায়ী আমাদের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমানের উদ্যোগে এই লকডাউনের প্রতিটি দিনই সামর্থ্য অনুযায়ী আমরা এসব মানুষের পাশে থাকতে চাই।

সেখানে দেখা যায়, স্বাস্থ্যবিধি বজায় রেখে রাস্তায় নির্দিষ্ট দূরত্ব মেনে বৃত্ত তৈরি করে পুলিশ। বৃত্তের মধ্যে ক্ষুধার্ত মানুষকে আসার জন্য আহ্বান করা হয়। এরপর সেখানে তাদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

সময় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ রমনা বিভাগের অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ইফাত/এম. জামান

আর্কাইভ