 
              প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৭:৪৩ এএম
 
                 
                            
              বরিশালে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
বাসটি নগরের বগুড়া রোডে ব্যাংক ভবনের সামনে পার্ক করা অবস্থায় ছিল।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুর রহমান জানান, ‘রাতে কে বা কারা দাড়িয়ে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।’
র্যাব পুলিশ এবং বিজিবির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় কেউ হতাহত হননি।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      