 
              প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ০২:০০ পিএম
 
                 
                            
              কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, ‘গত কদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।`
আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
হাইকোর্ট আরও বলেন, ‘সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে। কিন্তু আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কি আচরণ করবে তাতো সিআরপিসিতে পরিষ্কার বলা আছে।’
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা বাহিনীর প্রধান, নৌ বাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে রিটে।
এদিনের শুনানি শেষে আগামীকাল বুধবার হাইকোর্ট এ বিষয়ে আদেশ দেবেন বলে জানান।শুনানিতে রিটকারীদের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার সারাহ হোসেন ও অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন তিন অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল এসএম মনির, মেহেদী হাসান চৌধুরী ও শেখ মোর্শেদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন জেষ্ঠ্য আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, আজহারউল্লাহ ভূঁইয়া, নূরুল ইসলাম সুজন, শাহ মনজুরুল হক ও মনতাজউদ্দীন ফকির।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      