 
              প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৯:৫৪ পিএম
 
                 
                            
              বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তাদের আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
``আজ রাষ্ট্রপতির সাথে আলোচনা করে কয়েকটি মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রথমটি হচ্ছে, পার্লমেন্ট ভেঙ্গে দিয়ে অতিদ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।``
``সিদ্ধান্ত হয়েছে, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়া হবে। সেই সাথে মুক্তি দেয়া হবে সেই সমস্ত ছাত্র নেতা-কর্মী, ছাত্রনেতাদের, যাতে অন্যায়ভাবে পহেলা জুলাই থেকে বন্দী করে রাখা হয়েছে, যাদের রাজনৈতিক কারণে বন্দী করে রাখা হয়েছে।``
``আরো সিদ্ধান্ত হয়েছে, বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দল কাজ করবে, ছাত্র নেতারা কাজ করবে।``
তিনি সবাইকে আহ্বান জানান, ``আমি সমগ্র দেশবাসীকে আবেদন জানাতে চাই, আসুন, আমরা একটা বড় বিজয়, সাফল্য অর্জন করেছি। সেটা যেন আর অন্যদিকে প্রবাহিত না হয়। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী না হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি। কোন প্রতিষ্ঠানের ক্ষতি না করি। আমাদের যে সমস্ত বন্ধুরা, ভাইয়েরা- ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু, তাদের ওপর যেন কোন আক্রমণ না হয়। তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।``
``আমি আমাদের সকল নেতা-কর্মীদের প্রতি আবেদন জানাতে চাই, কাউকে সুযোগ নিতে দেবেন না, দুবৃত্তরা বা দুষ্কৃতিকারীরা অন্যের ওপর আঘাত যেন করতে না পারে।``
মির্জা ফখরুল ঘোষণা করেন, ``আমাদের নেতা তারেক রহমান এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে আমরা সবরকম ব্যবস্থা গ্রহণ করেছি, আপনারা ধৈর্য ধরুন।``
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      