 
              প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ১০:৫৭ এএম
 
                 
                            
              ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে বাসসকে এ তথ্য জানানো হয়েছে।
পদায়নকৃত কর্মকতারা হলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাসকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরুল আমীনকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে গোয়েন্দা-গুলশান বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌসকে ট্রাফিক মিরপুরে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরকে গোয়েন্দা রমনা বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকারকে ডিএমপি লজিস্টিকস বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুনায়েদ আলম সরকারকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে ট্রাফিক তেজগাঁওয়ে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেদ আহমেদকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোনাহর আলীকে গোয়েন্দা-মিরপুর বিভাগে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে অ্যাডমিন গোয়েন্দা সাইবারে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুনকে গোয়েন্দা লালবাগ বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেনকে ডিএমপির প্রটেকশন বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী আবু সাঈদকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসানকে ডিএমপির গুলশান জোনে, সহকারী পুলিশ কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়াকে তেজগাঁও জোনে, সহকারী পুলিশ কমিশনার ফারহানা মৃধাকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার মো. রায়হান উদ্দিন মুরাদকে ট্রাফিক মিরপুর জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. আতাহারুল ইসলাম তালুকদারকে ডিএমপির প্রটেকশন বিভাগে, সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনকে উত্তরা জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামকে ডিএমপির মিরপুর জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. সাকিবুল আলম ভুইয়াকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফকে ডিএমপির নিউমার্কেট জোনে, সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমাকে লালবাগ জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. সেলিম খানকে গুলশান বিভাগে বদলি বা পদায়ন করা হয়েছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      