• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

৪০ ঘণ্টা বন্ধ থাকছে ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম-টেকনাফ জাতীয় মহাসড়ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০৭:২০ পিএম

৪০ ঘণ্টা বন্ধ থাকছে ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম-টেকনাফ জাতীয় মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোমবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা (যাত্রাবাড়ী) কুমিল্লা-(ময়নামতি)-চট্টগ্রাম-টেকনাফ (এন-) জাতীয় মহাসড়ক বন্ধ থাকবে। কাঁচপুর মেঘনা সেতুর মাঝামাঝি স্থানে (লাঙ্গলবন্ধ) সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করায় সড়ক বন্ধ রাখা হবে।

রোববার (১১ জুলাই) সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সময় যানবাহন চলাচল নিম্নরূপে নিয়ন্ত্রিত হবে।

সোমবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনসমূহ লাঙ্গলবন্ধ সেতুর ওপর শুধু একপাশ দিয়ে উভয়মুখী চলাচল করবে। সোমবার রাত ১০টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত লাঙ্গলবন্ধ সেতুর ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। 

সময় বিকল্প সড়ক হিসেবে হালকা যানবাহনের জন্য মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর এবং ভারী যানবাহনের জন্য কাঁচপুর- ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহারের জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। 

তরিকুল/এম. জামান

আর্কাইভ