 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৭:৫১ পিএম
 
                 
                            
              বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ্ বলেছেন, আমরা রাজনৈতিক দল গঠন করছি যাতে ফ্যাসিবাদ আর কখনোই পুর্নবাসিত না হতে পারে। আর কেউ যাতে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে সেই লক্ষ্যে রাজনৈতিক দলের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার আব্দুর রাজ্জাক পার্কে জুলাই আগষ্ট আন্দোলনে সাতক্ষীরার আহত, কারাবন্দি ও নিহত পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠাণে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সরব প্রতিবাদ জানানোর সময় এসেছে। অর্থনৈতিক মুক্তি, জাতিগত সমৃদ্ধি, প্রাতিষ্ঠানিক উন্নতি সমৃদ্ধির জন্য এখনই আমাদের ঐক্যবদ্ধ হওয়ারও সময় এসেছে। ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে যেভাবে স্থায়ীভাবে নিরসন করা হয়েছে, সেভাবেই ঐক্যবদ্ধভাবে নতুন রাজনৈতিক দল অবদান রেখে যাবে।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে আওয়ামী দখলদার মুক্ত করতে পেরেছি। আওয়ামী জাহেলিয়াতের সময় থেকে বাংলাদেশকে পরিত্রাণ দিতে পেরেছি। আমাদের সতর্ক থাকতে হবে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল যেন আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে।
এ সময় জুলাই আগষ্ট আন্দোলনে সাতক্ষীরার আহত ৯৩ জন, কারাবরণকারী ৩৪ ও নিহত চার পরিবারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      