• ঢাকা সোমবার
    ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আ.লীগ নেতাদের নামে শাহবাগে গরু-ছাগল জবাই

প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৩:৪৪ পিএম

আ.লীগ নেতাদের নামে শাহবাগে গরু-ছাগল জবাই

সিটি নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দল ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দাবির মুখে গত ১০ মে রাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ওইদিন রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় এবার দলটির নেতাদের নামে গরু ও ছাগল জবাই করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে রাজধানীর শাহবাগে এমন চিত্র দেখা গেছে। 

সরেজমিনে দেখা যায়, গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খুশিতে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে একটি করে গরু এবং ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাই করে।

এর আগে, গত ১০ মে রাতে অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার ও লেখক পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দে জিয়াফত হবে শাহবাগে। আমি টেকাটুকা জোগারের দায়িত্ব নিলাম। চাকভুম চাকভুম মিউজিকের সঙ্গে ড্যান্স মারা লাগবি। এইটাই কন্ডিশন।

এরপর আজ (সোমবার) ‍দুপুরে আরেক পোস্টে তিনি জানান, আজকের আয়োজনে সবার দাওয়াত। খাওয়া দাওয়া হবে ভরপুর।

এদিকে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় নিজের গোয়ালের গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।

রোববার (১১ মে) বিকেলে নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে স্থানীয় মারকাজুল সাহাবুদ্দিন আল ইসলামি মাদরাসার সামনে গরু জবাই করে বিরিয়ানি রান্নার ব্যবস্থা করেন তিনি।

আর্কাইভ