
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৭:১০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সন্ধ্যার দিকে কর্মসূচি প্রত্যাহার করে সরে যান তারা। রোববার (১৮ মে) বিকেল ৫টার পরে অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ঘোষণা দেয় ছাত্র সংগঠনটি। নেতাকর্মীরা জড়ো হওয়ার পর সাড়ে ৩টার দিকে শাহবাগ অবরোধ করে সমাবেশ করে তারা। এ সময় অবরোধে আশপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে সুষ্ঠু তদন্ত ও প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিতে সামনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল নেতারা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা আছে দাবি করে ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্য হত্যার পেছনে বড় রহস্য লুকিয়ে আছে। সেজন্য তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে হবে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, প্রকৃত আসামিদের গ্রেফতার না হলে আরও বড় কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান রাকিব।
অন্যদিকে দলটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ঘটনার ১২০ ঘণ্টা পেরিয়ে গেলেও সাম্যের প্রকৃত হত্যাকারীকে গ্রেফতার করা হয়নি। ভবিষ্যতে ছাত্রদলের কোনো নেতাকর্মীর গায়ে হাত দেওয়া হলে বা ক্ষতি করলে কেউ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে সাম্যের প্রকৃত হত্যাকারীকে গ্রেফতার না করা হলে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন শুরু করবে ছাত্রদল—এমন ঘোষণা দেন নাছির।
এর আগে, দুপুরে সচিবালয়ে সাম্য হত্যায় জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় আধা ঘণ্টা বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের আই.ই.আর বিভাগের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম জানান, সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দ্রুত শেষ করতে উপদেষ্টার সহায়তা চাওয়া হয়েছে।
প্রতিনিধি দল আরও জানায়, এই হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাসও দেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।